দুই বছর পর সিনেমায় ফিরছেন সামান্তা

দুই বছর পর সিনেমায় ফিরছেন সামান্তা

তামিল ও বলিউড জগতের বিখ্যাত মুখ সামান্থা রুথ প্রভু। কয়েক বছর ধরেই বিয়ে, বিচ্ছেদ, অভিনয়, ব্যক্তিগত জীবনসহ নানা বিষয়ে আলোচনায় ছিলেন তিনি। মাঝে দুই বছর ধরে নতুন কোনো সিনেমায় তার দেখা না মিললেও এবার এই ভক্তদের জন্য সুখবর দেন এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, তিনি আবারো ফিরছেন তামিল সিনেমায়। নতুন একটি গ্যাংস্টারধর্মী ছবি ‘অরাসান’-এ সিম্বু (সিলাম্বরসান টি আর)-এর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন তামিল চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা ভেত্রীমারান।

তেলেগু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামান্থা বর্তমানে ছবিটির প্রাথমিক আলোচনায় রয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা আসেনি তবে সব কিছু চূড়ান্ত হলে ‘অরাসান’ হবে সামান্থা ও সিম্বুর বহু প্রতীক্ষিত পুনর্মিলন। তারা শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১০ সালের রোমান্টিক হিট ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’ তে।

তামিল ইন্ডাস্ট্রিতে সামান্থার সর্বশেষ কাজ ছিল ২০২২ সালের ছবি ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’, যেখানে তিনি অভিনয় করেন বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে। এর আগে সামান্থাকে দেখা গেছে অ্যামাজন প্রাইমের অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’ তে যেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান।

ব্যক্তিগত জীবনে সামান্থা ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্য এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog