পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি তীব্র সমালোচনা করেছেন আফগানিস্তানের সাম্প্রতিক সীমান্ত হামলার ঘটনায়। তিনি একে “স্পষ্ট আগ্রাসন” বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আফ্রিদি বলেন, পাকিস্তান সবসময় আফগান ভাইদের পাশে থেকেছে, তাদের কষ্টকে নিজের কষ্ট মনে করেছে। “পাকিস্তান তার সীমান্ত খুলে দিয়েছিল আফগান ভাইদের জন্য, আশ্রয় দিয়েছিল ৪০ লাখেরও বেশি শরণার্থীকে,” লিখেছেন আফ্রিদি। “আমিও ব্যক্তিগতভাবে ৩৫০টি আফগান পরিবারের পাশে থাকার চেষ্টা করি, যতটা পারি সাহায্য করি।”
তবে আফ্রিদি দুঃখ প্রকাশ করে বলেন, পাকিস্তানের দীর্ঘদিনের সহায়তা ও বন্ধুত্ব সত্ত্বেও আফগানিস্তান এখন সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালাচ্ছে, যার জবাব পাকিস্তানি বাহিনী দিয়েছে যথাযথভাবে। আফগানরা উপকার ভুলে গেছে জানিয়ে আফ্রিদি আরও বলেন, ‘তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে। আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ। সুতরাং আফগানিস্তান এমন কোনো দেশের হাতে যেন ব্যবহৃত না হয়, যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’
তিনি আফগানিস্তানকে স্মরণ করিয়ে দেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে সেটি যেন ভুলে না যায়। “আফগানিস্তানকে বুঝতে হবে, পাকিস্তান তার ভাইয়ের দেশ,” বলেন আফ্রিদি। “তাদের এমন কোনো শক্তির হাতিয়ার হওয়া উচিত নয়, যারা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসকে প্রশ্রয় দেয়।”
এর আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির শনিবার আফগান তালেবানকে সতর্ক করে বলেন, পাকিস্তানে নাশকতা চালানো তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। তিনি এই মন্তব্য করেন পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) কাকুলে অনুষ্ঠিত ১৫২তম লং কোর্সের পাসিং আউট প্যারেডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও মেধাবী ক্যাডেটদের পুরস্কৃত করেন তিনি।
