প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্রুতই বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য আসছে এ বিজ্ঞপ্তি।

সোমবার (৩ নভেম্বর) সকালে এ বিষয়ে মোবাইল ফোর অপারেটর টেলিটকের সঙ্গে সভা করেছে ।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। অনলাইনে আবেদনের জন্য টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার কথা বলা হয়েছে।

এর আগে, রোববার (২ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে বলা হয়েছে, ‘বিধি ৭ এর উপ-বিধি (২) এর দফা (খ)’-এ উল্লিখিত ‘অন্যান্য বিষয়ে’ শব্দগুলোর পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ প্রতিস্থাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog