মেসি আমার চেয়ে সেরা নয় : রোনালদো

মেসি আমার চেয়ে সেরা নয় : রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দুজনই প্রশ্নাতীতভাবে সর্বকালের সেরাদের একজন। তবে তাদের দুজনের মধ্যে কে সেরা? সেটির উত্তর খোঁজা দূরহ ব্যাপার।

বিভিন্ন সময় নিজেদের মধ্যে তুলনা এড়িয়ে গেছেন বিশ্বসেরা এই দুই ফুটবলার। যদিও রোনালদো এ তুলনায় কখনোই নমনীয় হননি।

আরও একবার ইংলিশ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে এগিয়ে রাখলেন রোনালদো।

মরগান পডকাস্টে পর্তুগিজ মহাতারকাকে আমন্ত্রণ জানান। সেটি মঙ্গলবার সম্প্রচার করা হলেও কিছু ভিডিও অংশ মরগান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন সোমবারই।

যেখানে রোনালদোর ব্যক্তিজীবন থেকে শুরু করে পরবর্তী পরিকল্পনার অনেককিছু উঠে এসেছে। মরগান একপর্যায়ে প্রশ্ন করেন, ‘মানুষ বলে মেসি আপনার চেয়ে ভালো, আপনি কি ভাবেন?’

রোনালদো বলেছেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এ কথার সঙ্গে একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এমনকি ‘সর্বকালের সেরা’ বিতর্কটাও যেন থামিয়েই দিয়েছেন।

সাক্ষাৎকারের টিজারে দেখা যায়, রোনালদো সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য নিয়েও খোঁটা দিয়ে মতামত দিয়েছেন।

রুনি একসময় বলেছিলেন, মেসি-ই ফুটবলের শ্রেষ্ঠ। তবে রোনালদো বিষয়টিকে পাত্তা না দিয়ে বলেন, ‘এ ধরনের মতামত আমাকে বিরক্ত করে না। আমি আমার পারফরম্যান্সেই মন দিই।’

রোনালদো মজার ছলে আরও বলেন, ‘অনেকে বলে আমি সম্প্রতি বিলিয়নিয়ার হয়েছি, তবে সত্যি কথা হলো, আমি বহু বছর আগেই বিলিয়নিয়ার হয়েছিলাম।’

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog