মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের প্রস্তাব

মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের প্রস্তাব

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করতে শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ।

সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদের সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়।

এ সময় জুমার খুতবা বাংলায় অনুবাদের প্রস্তাবসহ দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও সম্মতি জানায় দুই দেশ। এছাড়া মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে দুইপক্ষই সম্মত হয়। এতে মালদ্বীপ সরকার এ উদ্যোগে অর্থায়ন ও সহযোগিতা করবে বলে জানানো হয়।

মালদ্বীপের মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদ বলেন, বাংলাদেশ মালদ্বীপের ভ্রাতৃপ্রতিম দেশ ও নির্ভরযোগ্য সহযোগী। তিনি বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেন এবং এ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় বার্তা আরও স্পষ্টভাবে বোঝার জন্য জুমার খুতবা বাংলায় অনুবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog