শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির!

শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির!

ঢাকাই সিনেমায় অভিষেক হতে চলেছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান।

সম্প্রতি শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার’ এর লুক প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে। এর মধ্যেই ভক্তদের নতুন খবর দিলেন তিনি।

সম্প্রতি রাজধানীতে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই দুই তারকার মধ্যে সেই সময় নানা বিষয় নিয়ে কথোপকথন হয়, যার কিছু ভিডিও ক্লিপস দ্রুতই ভাইরাল হয়ে যায়।

শাকিব ও রাফসানের কথোপকথনের সেই ভিডিওতেই উঠে আসে হানিয়া আমির প্রসঙ্গ। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে কথা বলছেন শাকিব খান। রাফসানকে দেখে তিনি বলেন, ‘রাফসান, কেমন আছো? তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’

পাশ থেকে আরেকজন জিজ্ঞাসা করেন, ‘উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?’ তখন জবাবে শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।’

এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে হানিয়া আমিরকে জিজ্ঞাসা করা হয়, ‘শাকিব খান ও শাহরুখ খানের মধ্যে কাকে বেছে নেবেন?’ হানিয়া হেসে উত্তর দেন, ‘শাকিব খান।’ সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও দেন, ‘আমার মনে হয়, আপনাদের শাকিব খানকেই বেশি ভালো

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog