২১ ডিসেম্বর থেকে জাবির ভর্তি পরীক্ষা শুরু

২১ ডিসেম্বর থেকে জাবির ভর্তি পরীক্ষা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। ভর্তীচ্ছু শিক্ষার্থীরা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সাল ও এর পরবর্তী বছরগুলোতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণসাপেক্ষে জাবিতে ভর্তির আবেদন করতে পারবেন।

তবে এ বছরও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা। এ বিষয়ে সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আমাদের হাতে অল্প সময় ও সামনে নির্বাচন। তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ বছর জাবিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog