বিপিএলে নতুন নামে ৩ দল

বিপিএলে নতুন নামে ৩ দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য চূড়ান্ত হয়েছে পাঁচ দল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় পাঁচ দলের মালিকও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে।

এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম কী হবে সেটা এখনো জানায়নি তারা।

দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যেই এসব চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

যদিও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রংপুর রাইডার্স আগামী আসরেও একই নামে খেলবে। গত মৌসুমে খেলা ঢাকা ক্যাপিটালসও থাকছে একই নামে।

তবে বদলে যাচ্ছে তিন দলের নাম। এগুলো হল- চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।

সিলেট ইউনাইটেড, রাজশাহী স্টারস নামে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলবে। চট্টগ্রামের নাম হতে পারে চিটাগং বুলস।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog