
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, স্টেশনের বাইরে স্থির অবস্থায় থাকা ট্রেনের একটি খালি বগিতে আগুন জ্বলছে। এ বিষয়ে ওসি জয়নাল আবেদিন জানান, “তেজগাঁও স্টেশনের পাশে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
